Header ADS

Header ADS

যশোরে অস্ত্রসহ বাবা-ছেলে আটক

রাইস কুকারের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, সাতটি গুলি, একটি খেলনা পিস্তল ও একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে যশোর কোতয়ালী থানা পুলিশ।
এ ঘটনায় দুই ছেলে ও তাদের বাবাকে আটক করা হয়েছে। যশোর শহর তলীর পাগলাদহ এলাকা থেকে শনিবার ভোরে অস্ত্র-গুলি উদ্ধার ও তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, পাগলাদহ এলাকার হাসান মোল্লা (৫৮) এবং তার দুই ছেলে মহিদুল ইসলাম মুন্না (৩৪) ও মো. জিন্নাহ (৩০)।
শনিবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দেন পুলিশ সুপার আশরাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার ও গোলাম রব্বানি।
ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে পুলিশের একটি দল পাগলাদহ এলাকার হাসান মোল্লার বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের ঘরে রাইস কুকারের ভেতরে রাখা অস্ত্র, গুলিসহ অন্যান্য জিনিস উদ্ধার করা হয়।
বাড়িটি থেকে মহিদুল ইসলাম মুন্না (৩৪), মো. জিন্নাহ (৩০) এবং ওই দুইজনের বাবা হাসান মোল্লাকে (৫৮) আটক করা হয়। তিনি বলেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের পর এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No comments

Powered by Blogger.