আহারে মৃত্যু
আহারে মৃত্যু
শায়লা খান
কত কষ্ট করে আমি তোমায় দিয়েছিলাম জন্ম
মা'য়ের বুক খালি করাই কি সন্ত্রাসীদের ধর্ম?
কি অপরাধ ছিল তোমার
ওরে আমার বুকের মানিক ধন,
একটা স্ট্যাটাস আজ তোমার
কেড়ে নিয়েছে জীবন।
মা'য়ের বুক খালি করাই কি সন্ত্রাসীদের ধর্ম?
কি অপরাধ ছিল তোমার
ওরে আমার বুকের মানিক ধন,
একটা স্ট্যাটাস আজ তোমার
কেড়ে নিয়েছে জীবন।
ছিলোনাতো সেথায় কোন দেশদ্রোহীর গল্প
আমার জাদুর মনের প্রকাশ ছিলো শুধু অল্প,
তাতেই ক্ষিপ্ত হায়েনার দল
করলো একি সর্বনাশ,
আঘাতে, আঘাতে কেড়ে নিল
আমার জাদুর শেষ নিঃস্বাস।
আমার জাদুর মনের প্রকাশ ছিলো শুধু অল্প,
তাতেই ক্ষিপ্ত হায়েনার দল
করলো একি সর্বনাশ,
আঘাতে, আঘাতে কেড়ে নিল
আমার জাদুর শেষ নিঃস্বাস।
শত করজোড়ে মিনতি করেছিল আমার বুকের মানিক
তবু্ও ক্ষান্ত হয়নি হিংস্রের থাবা ধিক তোদের ধিক,
আমার জাদুর অসার দেহ নাই তাতে প্রাণ
আয় ফিরে আয় বুকে আমার ওরে সোনার চান,
আর হলোনা স্বপ্ন পূরণ মানুষ হবে বলে
প্রাণ পাখি তার কেড়ে নিল
কষ্ট দিয়ে আঘাত করে নানান কৌশলে।
তবু্ও ক্ষান্ত হয়নি হিংস্রের থাবা ধিক তোদের ধিক,
আমার জাদুর অসার দেহ নাই তাতে প্রাণ
আয় ফিরে আয় বুকে আমার ওরে সোনার চান,
আর হলোনা স্বপ্ন পূরণ মানুষ হবে বলে
প্রাণ পাখি তার কেড়ে নিল
কষ্ট দিয়ে আঘাত করে নানান কৌশলে।
মা বলে আর ডাকবে নাতো আমার যাদুধন
বুকের ভিতর হাহাকার করছে সারাক্ষণ,
বুকটা আমার খালি করে
তোকে যারা নিলো কেড়ে
বিচার হবে রোজ হাশরে ওরে নরাধম
সেদিন তোদের কে বাঁচাবে ধরবে যখন যম।
বুকের ভিতর হাহাকার করছে সারাক্ষণ,
বুকটা আমার খালি করে
তোকে যারা নিলো কেড়ে
বিচার হবে রোজ হাশরে ওরে নরাধম
সেদিন তোদের কে বাঁচাবে ধরবে যখন যম।
নাড়ী ছেড়া ধনযে আমার নাম দিয়েছি আবরার
তোকে যারা করলো হত্যা কেউ পাবেনা পার,
নাইবা থাকুক আইনের শাসন, নাইবা পেলাম বিচার
জাদু আমার ভালো থাকুক দোয়া চাই সবার।।
তোকে যারা করলো হত্যা কেউ পাবেনা পার,
নাইবা থাকুক আইনের শাসন, নাইবা পেলাম বিচার
জাদু আমার ভালো থাকুক দোয়া চাই সবার।।
তারিখ --- ৯.১০.২০১৯
## শায়লা খান *****
## শায়লা খান *****
No comments