Header ADS

Header ADS

ছবি

আকাশজুড়ে মেঘ করেছে, আসবে না আজ বৃষ্টি
করুণচোখে মা তাকিয়ে, আকাশে তার দৃষ্টি।
সন্তানহারা ঐ মা দেখেন, আকাশ মাঝে তারা,
সন্তানবীনে মা নাকি আজ, হলেন পাগলপাড়া।

মায়ের পাশে বাবা এসে, আকাশ দেখে বসে,
মনে বুঝি মেঘের ঘর্ষন, বজ্র নিনাদ ধ্বসে,
পিছন দিকে আবরারের ভাই, আকাশ মাঝে চেয়ে
চোখের জলে হায় একাকি, যাচ্ছে নিরব নেয়ে।

নিরবতায় এক পরিবার, অশ্রু ঝরায় শুধু
বুকখানি যে হলো সবার, খাঁখা মরু ধূঁধু,
আকাশের নীল লেপ্টে আছে, বক্ষ মাঝে তাদের,
রক্ত ঢেলে করলো তিতে, জীবনখানি স্বাদের।

চায় না ওরা বৃষ্টি ঝরুক, আকাশ ভেঙ্গে ধরায়,
যাক না পুড়ে এই শহরটা, প্রতিবাদের খরায়,
নিষ্ঠুর মানুষ কেনো এমন, রক্ত দেখে হাসে,
উচ্চশিক্ষায় শিক্ষা নিয়ে, জড়িত সন্ত্রাসে।

বাঁশ দিয়ে কেউ মারে তারে, কেউ বা ক্রিকেট ব্যাটে
কেউ বা মারলো পায়ে পিঠে, কেউ বা মারে পেটে,
দম হারিয়ে নিথর আবরার, মায়ের বুকে কষ্ট
ওরে পশু খুঁজলি যে পথ, শুধুমাত্র ভ্রষ্ট।

আবরার মেরে কিবা পেলি, মা বাবার বুক খালি,
আকাশের তারা হলো বলে, বাজাস সুখে তালি,
মায়ের কান্দন বাবার কান্দন, যাবে না রে বৃথা
নষ্ট করলি মায়ের জীবন, তোরা যে অযথা।

শোকের ছায়া আসলো নেমে, সব মায়েদের বুকে,
মায়ের হয়ে দিলাম বিচার, আল্লা'র কাছে টুকে,
আকাশ মাঝে হোক না তারা, আবরার থাকবে বেঁচে,
আর কটা দিন যাস না তোরা, স্বাধীনতায় নেচে।

ইহকালে পার পাবি রে, পরকালে ধরা,
পাবি শাস্তি পুড়বি জ্বলে, নামবে অথৈ খরা,
শেষ বিচারে হবে বিচার, পাবি কত সাজা,
পরকালে হবি পাপী, ইহকালের রাজা।




(স্যামসাং+স্থান অজানা)


No comments

Powered by Blogger.